Education

ডিগ্রি রেজাল্ট দেখার নিয়ম 2023 – Degree Result BD 1st, 2nd, 3rd year

ডিগ্রি রেজাল্ট দেখার নিয়ম তিনটি । ১. আপনি www.nu.edu.bd result ওয়েবসাইটে দেখতে পারবেন ২. মোবাইল দিয়ে দেখতে পারবেন ৩. আপনার কলেজে গিয়ে দেখতে পারবেন । তবে আপনি চাইলে কলেজে না গিয়েও বাড়িতে বসে ডিগ্রি রেজাল্ট দেখেতে পাবেন ওয়েবসাইটে বা মোবাইলের মাধ্যমে ।

মোবাইলের মাধ্যমে ডিগ্রি রেজাল্ট (Degree Result) দেখার নিয়ম জানার জন্য নিম্নোক্ত পদক্ষেপগুলো অনুসরণ করুন-

  • প্রথমে আপনাকে এসএমএস অপশনে যেতে হবে
  • এর পর NUDEG ROLL no লিখেতে হবে
  • সর্বশেষ ধাপে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
  • কিছুক্ষণ অপেক্ষা করলে একটি এসএমএস আপনার ফোনে চলে আসবে আর সেইখান আপনি ডিগ্রি রেজাল্ট দেখতে পাবেন ।

ওয়েবসাইটে ডিগ্রি রেজাল্ট (Degree Result) দেখার নিয়ম জানার জন্য নিম্নোক্ত পদক্ষেপগুলো অনুসরণ করুন-

ডিগ্রি রেজাল্ট দেখার নিয়ম জানার জন্য নিম্নোক্ত পদক্ষেপগুলো অনুসরণ করুন
ডিগ্রি রেজাল্ট দেখার নিয়ম জানার জন্য নিম্নোক্ত পদক্ষেপগুলো অনুসরণ করুন

১. আপনি www.nubd.info (National University )ওয়েবসাইটে প্রবেশ করুন
২. এর পর উপরে Results Option e click করুন
৩. এখন আপনার কাছে একটি ফর্ম আসবে National Universityr

৪. নিচে দেখতে পাবেন Rescrutiny Result , সেই খানে ক্রিক করুন
৫.Examination Name , Registraion No. , Exam. Year সিলেক্ট করুন

৬.সর্বশেষ Search Result এ ক্লিক করুন

এর পর আপনি আপনার কাঙ্খিত রেজাল্টটি দেখতে পাবেন ।

You can read: Best 22 Jobs for Teachers Leaving Education

ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী কোন আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ০১ (এক) মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে আবেদন করতে হবে। নির্ধারিত তারিখের এরপর যদি কেও আর কোন আপত্তি/অভিযোগ করে তাহলে তার আবেদনটি গ্রহণযোগ্য হবে না।

ডিগ্রি রেজাল্ট (Degree Result ) দেখার নিয়ম ২০২২ বা তালিকা দেখুন

ডিগ্রি রেজাল্টের একটি তালিকা নিচে দেওয়া হলো:

প্রতিষ্ঠানের নামজাতীয় বিশ্ববিদ্যালয়
পরীক্ষার্থীর সংখ্যা১৯৯০৯১ জন
ডিগ্রী রেজাল্ট দেখার লিংকhttp://www.nubd.info/
কেন্দ্রে সংখ্যা৭০১ টি
উত্তীর্ণ সংখ্যা৭৯৬৬৭ জন
সর্বমোট পরীক্ষার্থী১৯৯০৯১ জন
কলেজ সংখ্যা১৮৫৯ টি
প্রকাশের সময়বিকাল ৪:০০টার সময়
রেজাল্ট দেখার এসএমএস নম্বর১৬২২২ (যে কোন সিম থেকে)
সাল2022
ডিগ্রি রেজাল্ট দেখার নিয়ম ২০২২

ডিগ্রী পরীক্ষার ২০২২ সালের ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল

২০২২ সালের ৩য় বর্ষ পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান নিম্নরূপ দেওয়া হলো

গ্রুপ নংগ্রুপ/বিভাগঅংশ গ্রহণ সংখ্যাউত্তীর্ণ সংখ্যা
০১বি. স্পোর্টস১৮ জন১৬ জন
০২বি.মিউজিক০৫ জন০১ জন
০৩বি.এসসি৮২৭৮৮ জন৩১৬১ জন
০৪বি.এস.এস৫৬৮৬ জন৪২১৫৯ জন
০৫বি.কম/বি.বি.এস৩৯০৩৫১৮৮৯৮ জন
০৬বিএ৭১৩২৩ জন৩৪১৩৮ জন
০৭সার্টিফিকেট কোর্স২৩৬১৯২ জন
সর্বমোট১৯৯০৯১ জন৭৯৬৬৭ জন
ডিগ্রী ২০২২ সালের ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল

চলুন জেনে নেই ডিগ্রি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য-

অনার্স এবং ডিগ্রির মধ্যে পার্থক্য কি ?

উত্তর : অনার্স হচ্ছে স্নাতক সম্মান আর ডিগ্রি হচ্ছে শুধু স্নাতক

অনার্স এবং ডিগ্রি কত বছর মেয়াদি ?

উত্তর : অনার্স ৪ বছর মেয়াদি এবং ডিগ্রি ৩ বছর মেয়াদি

অনার্স এবং ডিগ্রির পড়ার পার্থক্য কি ?

উত্তর : অনার্স মূলত একটি বিয়য়ের উপর পড়ানো হয় । ডিগ্রি কয়েকটি বিষয়ের উপর পড়ানো হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button