রবি নাম্বার কিভাবে দেখে-Robi Number Check Code

আপনি কি জানেন রবি নাম্বার কিভাবে দেখে ? (Robi Number Check Code) কিভাবে কোড ডায়াল করতে হয় ? টাকা দেখার জন্য কি করতে হয় ? কিভাবে Robi MB Balance Check Code বের করতে হয় ? যদি না জানেন তাহলে চলুন জেনে নেই ।
Summary of Topics
- রবি নাম্বারে টাকা দেখার জন্য প্রথমে আপনার ফোনের ডায়েল নাম্বারে যেতে হবে
- এর পর ডায়াল করুন *222# ।
- এখন আপনি আপনার ফোনের ব্যালেন্স দেখতে পাবেন খুব সহজেই ।
আপনি যদি রবি সিম কোম্পানি থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে থাকেন আর আপনি ভুলে গেছেন কত টাকা নিয়েছিলেন তাহলে ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন *123007#।
Robi MB Balance Check Code-রবি নাম্বার কোড

চলুন রবি সিম নাম্বার চেক , Robi MB Balance Check Code এবং আরো কিছু বিস্তারিত তথ্য জেনে নেই –
- Robi MB Check Code *8444*88* Or *22281#
- Balance Check Code *222#
- Mobile SIM Number Check Code *1402*4#
Robi All USSD Code- রবি নাম্বার কিভাবে দেখে ( রবি সিমের নাম্বারে কিভাবে টাকা দেখে)
- *1# dial করুন রবি মোবাইল ব্যালেন্স চেক করার জন্য
- নিজের সিম নাম্বার দেখার জন্য dial করুন *2#
- রবি ইন্টারনেট প্যাক দেখার জন্য বা নেওয়ার জন্য ডায়েল করুন *4#
- আপনার সিমের Vas ডিএক্টিভ বা এক্টিভেট করার জন্য dial করুন *৫#
- আপনার সিমে যদি DND চালু থাকে তাহলে তা বন্ধ করার জন্য ডায়াল করুন *7#
- আপনার সিমের সমস্ত সার্ভিস দেখার জন্য ডায়াল করুন *১২৩#
Read More: রবি সিমের এমবি দেখে কিভাবে? Robi MB Check
রবি সিমের এমবি দেখে কিভাবে
- রবি এমবি চেক করার জন্য শুরুতে আপনার ফোনের ডায়াল অপশনে যেতে হবে ।
- এর পর ডায়াল করুন *8444*88#
- এখন যদি আপনার এমবি থাকে তাহলে দেখতে পাবেন আর যদি না থাকে তাহলে(রবি নাম্বার কিভাবে দেখে) *8444# ডায়াল করে আপনি বিভিন্ন অপশন পাবেন । যেখান থেকে খুব সহজেই আপনি এমবি কিনতে পাবেন ।
যেমন:
- Phurchase a Plan
- Manage Existin Plan
- Share My Net Group
- Notification Settings
- Boosters
- Exit
Purchase a Plan: এই অপশনে গিয়ে আপনি নতুন করে আপনার পছন্দের পেকেজ গুলো দেখতে ও কিনতে পাবেন ।
Manage Existing Plan: এই অপশনে গিয়ে আপনার আগের কোনো Plan থাকলে তা দেখতে পারবেন এমনকি সেগেুলোকে Manage করতে পারবেন ।
Share My Net Group: আপনি এই খান থেকে আপনার প্রয়োজনীয় বিষয়গুলো Share করতে পারবেন ।
Notification Settings: আপনার বিভিন্ন অফারের Notification Settings গুলো Customization করতে পারবেন ।
Exit : এই খানে ক্লিক করলে আপনি পুনরায় আপনার ডায়েলে চলে যাবেন ।
বাংলালিংক সিমের নাম্বার কিভাবে দেখে
বাংলালিংক সিমের নাম্বার দেখার জন্য আপনাকে ডায়াল করতে হবে *511# কোডটি ।
বাংলালিংক সিমের নাম্বার দেখে কিভাবে
চলুন এক নজরে দেখে নেই সকল সিমের নাম্বার কিভাবে চেক করতে হয়
- বাংলালিংক সিমের নাম্বার চেক করার জন্য কোড *511#।
- গ্রামীণফোন সিমের নাম্বার চেক করার জন্য কোড *2#।
- রবি সিমের নাম্বার চেক করার জন্য ডায়াল কোড 2#।
- এয়ারটেল সিমের নাম্বার চেক করার জন্য কোড 2 #।
- টেলিটক সিমের নাম্বার চেক করার জন্য কোড *551#।
গ্রামীণ সিমের নাম্বার কিভাবে দেখে
গ্রামীণ সিমের নাম্বার দেখার জন্য আপনাকে ডায়ার করতে হবে *2# এই কোডটি অথবা আপনি গ্রামীণ এপ থেকেও নাম্বার, এমবি , মিনিটিসহ যাবতীয় সকল কিছু দেখতে ও কাস্টমাইজেশন করতে পারবেন ।
সব সিমের নাম্বার দেখার কোড
সব সিমের নাম্বার দেখার কোড গুলো নিচে দেওয়া হলো:
- বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড *511#।
- গ্রামীণফোন সিমের নাম্বার দেখার কোড *2#।
- রবি সিমের নাম্বার দেখার কোড *2#। এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড *2 #।
- টেলিটক সিমের নাম্বার দেখার কোড *551#।
Read More:
- ভোটার আইডি কার্ড ডাউনলোড (Online NID Card Download BD)
- দর্শন কিভাবে জীবনের সাথে সম্পর্কিত
- রবি নাম্বার কিভাবে দেখে-Robi Number Check Code
- মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো (Make Money by Freelancing)
- কিভাবে করোনা টিকা কার্ড ডাউনলোড করবেন? How to Download Covid-19 Vaccine Card?
টেলিটক সিমের নাম্বার দেখার কোড
টেলিটক নাম্বার চেক কোডের মাধ্যমে আপনি যেকোনো সময় টেলিটক নম্বর দেখতে পারবেন, আর এই টেলিটক নাম্বার চেক কোড হলো *551#।
আবার নাম্বার দেখার নতুন আর একটি উপায় হলো মেসেজ করা । এজন্য আপনাকে যা করতে হবে তা হল:
- প্রথমে আপনার ফোনের মেসেজ অপশনে যেতে হবে
- এরপর ক্যাপিটাল পি ( P ) টাইপ করুন
- এবং 154 নাম্বারে পাঠিয়ে
- এরপর দেখতে পাবেন ফিরতি মেসেজে আপনার টেলিটক নাম্বার চলে আসছে
- অথবা টেলিটক নাম্বার দেখার জন্য W লিখেন এরপর ৩২১ নম্বরে SMS সেন্ড করে পাঠয়ে দিয়ে একটু অপেক্ষা করুন
- তাহলেই আপনি আপনার টেলিটক নাম্বার দেখতে পাবেন খুব সহজেই
টেলিটক সিম নাম্বার চেক করবো কিভাবে?
- টেলিটক সিম নাম্বার চেক করার জন্য ডায়াল করুন *551# ।
- টেলিটক অফার জানতে, আপনি ডায়াল করতে পারেন *111# ।
- আপনি যদি কার্ড দিয়ে টেলিটক সিম রিচার্জ করতে চান তাহলে , প্রথমে 151 * রিচার্জ করার জন্য গোপন নম্বর # ডায়াল করুন এবং সেন্ড করুন ।
- মিনিট চেক: * 152 #
রবি নাম্বার কিভাবে দেখে-Robi Number Check Code , রবি সিম নাম্বার চেক যদি না জানেন তাহলে উপরের আর্টিকেলটি ভালো করে পড়ে নিন অথবা এই বিষয়ে (রবি , বাংলালিংক , গ্রামীণ , টেলিটক ) যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাদের কে কমেন্ট করে বলতে পারেন । আমরা খুব দ্রুত আপনার কমেন্টের রিপ্লাই দিবো ।