RandomEducation

ভোটার আইডি কার্ড ডাউনলোড (Online NID Card Download BD)

আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে হয় খুব সহজেই । আপনি যদি নতুন করে ভোটার আইডি কার্ড এর জন্য আবেদন করে থাকেন বা NID card এর জন্য আবেদন করার পরও এখনো আইডি কার্ড না পেয়ে থাকেন তাহলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই Online NID card Download করতে পারবেন আপনার মোবাইল বা কম্পিউটার এর মাধ্যমে। 

Online NID card Download করার জন্য আপনাকে Bangladesh Election Commission এর ওয়েবসাইটে যেতে হবে । 

চলুন দেখে নেই কিভাবে আপনি আপনার NID Card টি ডাইনলোড করতে পারবেন –

NID Card Download করার জন্য আপনাকে তিনটি ধাপ অতিক্রম করতে হবে আর সেই ধাপ গুলো নিচে দেওয়া হলো;

ভোটার আইডি কার্ড ডাউনলোড
ভোটার আইডি কার্ড ডাউনলোড

প্রথম ধাপ : এই ধাপে আপনাকে Services.nidw.gov.bd Website এ প্রবেশ করতে হবে ।

  • এর পর আপনাকে NID Card Download এর জন্য রেজিষ্টার করতে হবে । 
  • তাই রেজিষ্টার বাটনে ক্লিক করুন ।
  • এর পর আপনার সামনে অ্যাকাউন্ট রেজিষ্টার করার জন্য একটি ফর্ম আসবে সেই ফর্মটি পূর্ণ করতে হবে ।
  • এই খানে জাতীয় পরিয় পত্র নম্বর অথবা ফর্ম নম্বর দিতে হবে । আপনার যদি জাতীয় পরিচয় পত্র না থাকে তাহলে আপনাকে আপনার ফর্ম নাম্বার দিতে হবে ।  
  • এর পর আপনাকে জন্ম তারিখ দিতে হবে । অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যখন বোর্ডার কার্ড এর জন্য আবেদন করেছেন তখন যেই জন্ম তারিখ দিয়েছেন ঠিক সেই জন্ম তারিখটি দিতে হবে ।
  • এর আপনাকে একটি ক্যাপচা পূরণ করতে হবে ।
  • তারপর সাবমিট বাটনে ক্লিক করুন ।

দ্বিতীয় ধাপ: সাবমিট বাটনে ক্লিক করার পর পেইজটি লোড হয়ে আপনাকে বর্তমান ও স্থায়ী ঠিকানার নির্বাচনের পেইজে নিয়ে যাবে ।

  • সেই খানে আপনাকে বর্তমান ঠিকানর:   বিভাগ , জেলা ও উপজেলা দিতে হবে। 
  • তারপর আপনাকে স্থায়ী ঠিকানর: বিভাগ , জেলা ও উপজেলা দিতে হবে ।
  • এর পর ঠিকানা দেওয়া হয়ে গেলে পর্বতী বাটনে ক্লিক করুন ।

তৃতীয় ধাপ: পরর্বতী বাটনে ক্লিক করার পর আপনার সামনে আর একটি পেইজ আসবে ।

  • এইখানে আপনার একাউন্ট রেজিষ্টার করা হয়েছে যেই নাম্বার দিয়ে বা যেই নাম্বার দিয়ে আপনি বোর্ডার আইডি কার্ড এর জন্য আবেদন করেছন সেই নম্বারটির দেখতে পারবেন ।
  • সেইখনে মোবাই পরির্বতন ও বার্তা পাঠান বাটন দেখতে পবেন।
  • আপনি যদি আপনার মোবইল নাম্বারটি পরির্বতন করতে চান তাহলে মোবাইল পরির্বতন বাটনে ক্লিক করুন আর যদি নাম্বার পরিবর্তন করতে না চান তাহলে আপনাকে বার্তা পাঠান বটনে ক্লিক করতে হবে
  • এর পর আপনার ফোন নম্বারে একটি ওটিপি কোড আসবে সেই কোডটি আপনাকে দিতে হবে ।

আরো পড়ুন: Education সম্পর্কিত তথ্য

চতুর্থ ধাপ: ওটিপি যদি সফল হয় তাহলে আপনি নতুন একটি পেইজে যাবেন

ভোটার আইডি কার্ড ডাউনলোড
ভোটার আইডি কার্ড ডাউনলোড ওটিপির মাধ্যমে

এখনা আপনার সামনে একটি Bangladesh NID Application System নামের একটি ফর্ম আসবে । এই খানে লেখা থাকবে , প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনাকে তিনটি ধাপ অতিক্রম করতে হবে। 

১. আপনার মোবাইলে একটি NID Wallet Application এপ ইনস্টল করতে হবে ।

২. QR স্ক্যান করে পরর্বতী ধাপ অনুসরণ করতে হবে 

৩. যদি আপনার এই ধাপ গুলো কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার পেইজটি একটি রিলোড নিবে এবং আপনাকে আপনার প্রোফাইলের ডেসবোর্ডে নিয়ে যাবে । সেইখান থেকে আপনি আপনার NID Card টি ডাউনলোট করতে পারবেন খুব সহজেই । 

NID Wallet Application এপ ইনস্টল করার পর যে সকল পদক্ষেপ সম্পন্ন করতে হবে তা নিয়ে আলোচনা করা হলো:

  • NID Wallet App এর কাজ হলো যার আইডি কার্ড এর তথ্য দিয়েছেন তাকে যাচাই করা ।
  • NID Wallet App আপনি Play Store গিয়ে বা Services.nidw.gov.bd Website গিয়ে ডাউনলোড করতে পারবেন ।
  • NID Wallet App টি Install হওয়ার পর ওপেন করতে হবে । এর পর Bangladesh NID Application System যে QR কোডটি দেখা যাবে সেই কোডটি স্ক্যান করুন ।
  • এর পর আপনাকে ফেস ভেরিফাই করতে হবে । অবশ্যই যার একাউন্ট তাকেই ভেরিফাই করতে হবে নয়তো আপনার ভেরিফিকেশন ব্যার্থ হবে আর আপনি কর্ডটি ডাইনলোড করতে পারবেন নাহ।
  • Start Face Scan অপশন থাকবে সেই অপশনে ক্লিক করুন । তার পর আপনকে মোবাইলে তিনটি দিক নির্দেশনা দিবে । সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনার মুখ টি গোরাত হবে ।
  • প্রথম ফ্যাস স্ক্যান সফল ভাবে হলে ২য় ফ্যাস স্ক্যান দেখাবে ।
  • ২য় ফ্যাস স্ক্যান সম্পন্ন হলে আপনকে ৩য় ফ্যাস স্ক্যান দেখাবে । আর ৩য় ধাপ সম্পন্ন হলে আপনি যে ওয়েব সাইটের পেইজটিতে থাকবেন সেটি Auto Load নিবে । এর পর আপনার প্রোফাইলের ডেশ বোর্ড থেকে আপনি আপনার কর্ড এর সম্পন্ন তথ্য দেখতে পাবেন ।
  • আপনাকে একটি পাসওয়ার্ড সেট করার জন্য অপশন দেখাবে । আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিবেন এবং সেই পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন । পুনরায় কার্ডটি ডাউনলোড করতে চাইলে আপনার পাসওয়ার্ডটি লাগবে ।

ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৩

ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৩: আপনি কি ২০২৩ সালে ভোটার আইডি কার্ড ডাউনলোড এর কথা ভাবছেন তাহলে আপনি Services.nidw.gov.bd সাইটে ভিজিট করে আপনার কার্ডটি ডাউনলোড করতে পারবেন ।

Read More: মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো (Make Money by Freelancing)

স্মার্ট কার্ড ডাউনলোড

স্মার্ট কার্ড ডাউনলোড করার জন্য অনেক সহজ পদ্ধতি হলো Services.nidw.gov.bd গিয়ে আপনি প্রথমে একটি একউন্ট খুলে নিবেন তারপর রেজিষ্ট্রেশন করে নিবেন । রেজিষ্ট্রেশন করা হয়ে গেলে NID Wallet দিয়ে আপনার পরিচয় যাচাই করতে হবে । পরিচয় যাচাই করা শেষ হলে আপনি Services.nidw.gov.bd থেকে আপনার Card টি ডাউনলোড করতে পারবেন খুব সহজেই ।

কিভাবে ভোটার আইডি কার্ড চেক করবেন ?

আপনি যখন ভোটার আইডি কার্ড এর জন্য আবেদন করবেন তখন আপনাকে একটি স্লিপ দেওয়া হবে । কয়েক মাস পর সেই স্লিপটি দিয়ে আপনাকে Services.nidw.gov.bd গিয়ে দেখতে হবে। আপনার ভোটার কার্ডটি যদি তাদের ডাটাতে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার কার্ডটি দেখতে পারবেন ।

আশা করি উপরিক্ত আলোচনা থেকে বুঝতে পারছেন ভোটার আইডি কার্ড ডাউনলোড কিভাবে করতে হয় । যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কে কমেন্ট করে যানাবেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button