EducationTips and Tricks

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো (Make Money by Freelancing)

আপনি যখন ঘরে বসে ইন্টারনেট থেকে টাকা ইনকাম করার কথা ভাবছেন তখন আপনার মনে প্রশ্ন আসতে পারে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? এবং ফ্রিল্যান্সিং কোথায় শিখবো ? তাই freelancing এর সকল প্রশ্নের উত্তর নিয়ে আমরা আজ আলোচনা করবো । তার সাথে আমরা আপনাকে বলে দিবো কোন মার্কেটপ্লেস নতুনদের জন্য সব থেকে ভালো এবং কিভাবে সহজেই আপনি অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন

এই পেশায় যাওয়ার আগে অবশ্যই আপনার পরিষ্কার ধারণা থাকতে হবে । তাই চলুন সবার আগে জেনে নেই freelancing ( ফ্রিল্যান্সিং ) কি ?

ফ্রিল্যান্সিং কি ?

উত্তর : ফ্রিল্যান্সিং হলো এমন একটি পেশা যেখানে আপনি আপনার ইচ্ছামত কাজ করতে পারবেন । এই কাজটি হতে পারে আপনার নিজের অথবা যেকোনো মার্কেটপ্লেসে ।

  • ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন Marketplace এ বা লোকালি কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, তবে এর মধ্যে ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন এবং আপনার যে কাজ ইচ্ছা সেই কাজই করতে পারবেন ।

ফ্রিল্যান্সিং শিখবো কিভাবে এবং এর সুবিধা

ফ্রিল্যান্সিং এর সুবিধা সম্পর্কে আলোচনা করে শেষ করা যাবে না তাই সব থেকে গুরুত্বপূর্ণ সুবিধাগুলো নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো:

সময়ের স্বাধীনতা: আগেই বলা হয়েছে যে, এ কাজে আপনার সুবিধামত যেকোনো সময়ে আপনি, আপনার কাজ করতে পারবেন। পুরোটাই নির্ভর করবে আপনার উপরে তবে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন তাহলে একটু ভিন্ন । আপনি যদি চান আপনি এখন কাজ করবেন না, আপনাকে কেউ জোর করবে না আপনি যেকোনো জায়গায় কাজ করতে পারবেন ।

Read More: রবি সিমের এমবি দেখে কিভাবে? Robi MB Check

কাজের স্বাধীনতা : আপনি কোনো প্রতিষ্ঠানে কাজ করা অবস্থায়, অন্য কাজের জন্য আবেদন করতে পারবেন। নিজেই নিজের কাজ বেছে নেওয়ার স্বাধীনতা পাবেন । তবে , যদি কোনো প্রতিষ্ঠানে চুক্তিতে থাকেন তাহলে সেই চুক্তি শেষ না হওয়া পর্যন্ত অন্য কাজ করতে পারবেন নাহ। আপনার যে কাজটি সব থেকে ভালো লাগে এবং যেই কাজের অভিজ্ঞতা বেশি, সেই কাজটি বেছে নিতে পারবেন ও চাইলে যতদিন ইচ্ছা ওই কাজ করে যেতে পারবেন।

নিজের বেতন নিজে ঠিক করা : যখন আপনি কোনো কাজের অফার পাবেন তখন আপনার নিজের পেমেন্ট রেট (Payment Rate) আপনি নিজে বেছে নিতে পারবেন। প্রায় প্রত্যেকটা মার্কেটপ্লেসেই নিজের পেমেন্ট রেট নিজেই বেছে নেওয়ার স্বাধীনতা রয়েছে। আপনি যত বেতনে কাজ করতে চান সেই অনুযায়ী কাজ পাবেন বিভিন্ন মার্কেটপ্লেসে ।

বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করা সুযোগ : আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন তখন, একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে কাজ না করে বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী । এক্ষেত্রেও যখন ক্লায়েন্ট (Client) বা প্রতিষ্ঠান নির্বাচন করবেন তখন পুরোটাই আপনার নিজের উপরে নির্ভর করে।

দলগত কাজের সুযোগ: একক ভাবে কাজের পাশাপাশি যখন আপনার অভিজ্ঞতা বৃদ্ধি পাবে তখন দলগত কাজেরও সুযোগ পেয়ে যাবেন।

পড়ালেখার পাশাপাশি কাজের সুযোগ : আপনি পড়া-লেখার পাশা-পাশি চাইলে কাজটি ফুল টাইমও (Full Time) নিতে পারেন আবার পার্ট টাইম (Part Time) হিসাবেও কাজ করতে পারেন। তাই আপনি চাইলে ছাত্র থাকা অবস্থায়ও এই কাজটি করতে পারবেন বিনা ঝামেলায়।

নিজের মন মতো কাজের পরিবেশ : আপনি চাইলেই নিজের ইচ্ছা মতো ওয়ার্কস্টেশন (Workstation) বানিয়ে নিতে পারবেন আপনার বাড়িতে বা অফিসে । আপনার কাজের জায়গা আপনি নিজেই তৈরি করতে পারবেন নিজেইর ইচ্ছা মতো ।

ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মাধ্যে কিছু পাথর্ক্য রয়েছে –

  • Freelancing : আপনি শুধু মাত্র অনলাইনের উপর নির্ভশীল হয়ে যে কাজ করেন তাকে ফ্রিল্যানসিং বলা হয় । যারা ফ্রিল্যান্সিং করে তারা কোনো চাকরি , ব্যাবসা , শিক্ষকতা বা ইত্যাদি কোনো কাজের সাথে জড়িত থাকে নাহ । শুধু মাত্র এই অনলাইনের কাজের সাথে জড়িত থাকায় তাদের কে ফ্রিল্যান্সার বলা হয় ।
  • আউট সোর্সিং: আপনি যখন আপনার লেখা-পড়ার পাশা-পাশি কিছু করতে চান বা আপনি কোন জব করেন বা ব্যাবসা করেন , এখন ভাবছেন এর পাশা-পাশি Extra কিছু ইনকাম করতে , আর আপনি যদি এই সময় অনলাইন থেকে টাকা ইনকাম করেন তাহলে আপনি আউট সোর্সিং করেন ।

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর জন্য আপনি কিছু ক্যাটাগরিতে কাজ করতে পারবেন । আর আপনার যদি কম্পিউটার থাকে তাহলে আরো স্বাচ্ছন্দে কাজ করতে পারবেন । মোবাইল দিয়ে যে সকল কাজ করতে পারবেন তা হলো:

  1. কনটেন্ট রাইটিং
  2. ইউটিউব ফ্রিল্যান্সিং
  3. অন পেজ এসইও
  4. অফ পেজ এসইও
  5. মোবাইল দিয়ে ব্লগিং

যখন আপনি মোবাইল দিয়ে ব্লগিং করতে যাবেন তখন আপনাকে বেশ কিছু বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে যেমন:

  • কনটেন্ট রাইটিং
  • অন পেজ এসইও
  • অফ পেজ এসইও এই তিনটি বিষয় খুবিই গুরুত্বপূরর্ণ ।

তাই চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেই কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো মোবাইল দিয়ে ।


কনটেন্ট রাইটিং এবং SEO মার্কেটিং শিখুন blogsite.info তে।


কনটেন্ট রাইটিং : অনেক ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন ধরনের কনটেন্ট পাবলিশ করা হয় । যেমন; ইংরেজি , হিন্দি , এবং বাংলা ইত্যাদি

  • কনটেন্ট হচ্ছে কোনো একটি বিষয়ে কিছু লেখা বা কোনো একটি টপিকস এর বিস্তারিত বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করা । যেমন: আপনি অনলাইনে কিভাবে টাকা ইনকাম করবেন তা জানার জন্য আমাদের ওয়েব সাইটে আসছেন আর এই বিষয়ে যে লেখা গুলো পড়ছেন তাহলো কনটেন্ট ।
  • কনটেন্ট রাইটিং এর জন্য বেশ কিছু বিষয়ে আপনার দক্ষতা থাকতে হবে যেমন: Keyword Research। Google Algorithm অনৃুযায়ী keyword Research (কিওয়ার্ড রিসার্চ) না করলে আপনি রেংক / Rank করতে পারবেন নাহ । তাই আপনাকে এইটি শিখতে হবে ।

Advance কি-ওয়ার্ড রিসার্চ শিখুন  জনাব হাফিজ ভাইয়ের YouTube চ্যানেল থেকে। HafiziT Official
  • নিচে কিওয়ার্ড রিসার্চের ফ্রি ডেমু ক্লাসের ভিডিও দেওয়া হলো।
Advanced Keyword Research Strategy and Competitive Research Bangla – কিওয়ার্ড ও কম্পিটিটর রিসার্চ

অন পেইজ এসইও: আপনি যখন কনটেন্ট রাইটিং এর জন্য Keyword Research শিখে যাবেন তখন আপনাকে আরো ভালো করার জন্য অন পেইজ এসইও শিখতে হবে।

  • এটির মাধ্যমে আপনি আপনার আর্টিকেলটি গুগলে রেংক করাতে পারবেন ।
  • অন পেইজ এসইও এর জন্য বিভিন্ন প্লাগিন ব্যবহার করা যায় যেমন: SEO Press, Rank Math , Yoast SEO Etc ।
  • এই প্লাগিন গুলো আপনাকে এসইও এর জন্য একটি ভালো ধারনা দিবে ।

অফ পেজ এসইও : আপনি যখন ব্লগিং এর জন্য কনটেন্ট রইটিং শিখে যাবেন তারপর , কিওয়ার্ড রিসার্চ পাবেন , অন পেইজ এসইও পাবেন , তখন আরো এডভান্স লেবেল এর কাজ জানার জন্য আপনাকে অফ পেইজ এসইও শিখতে হবে । তাহলে আপনি আপনার আর্টিকেল টি আরো ভালো রেংক করাতে পারবেন গুগলে ।

ব্লগিং কোর্স করে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করুন

আলটিমেট ব্লগিং কোর্স করে ঘরে বসে প্রতিমাসে লাখ টাকা ইনকাম করুন সহজেই।

আপনি যখন ব্লগিং করবেন তখন আপনার ডোমেই এবং হোস্টিং লাগবে । তাই চলুন জেনে নেই ডোমেইন এবং হোস্টিং কি ? এবং Domain Hosting কিনে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?

ডোমেইন কি ?

উত্তর : আপনি যে সাইটটি বানাবেন ব্লগিং এর জন্য সেই সাটটি বিজিট করার জন্য যে ঠিকানাটি লাগবে সেইটিই হলো ডোমেই । উদাহারণসরূপ: Google.com এইটি একটি ডোমেইন , Facebook.com এইটি একটি ডোমেইন । এমনকি আপনি বর্তমানে যেই পোষ্টটি পড়ছেন, সেটিও আমাদের TechOneNews.com এর কপিরাইট আওতাভুক্ত।

ডোমেইন কেনো দরকার?

উত্তর: ডোমেইন না থাকলে আপনি আপনার সাইটটি কাউকে দেখাতে পারবেন নাহ। এমনকি আপনার সাইটে কেউ ভিজিট করতে পারবে নাহ ।

হোস্টিং কি ?

উত্তর : আপনি আাপনার সাইটটি যে জায়গায় রাখবেন সেই জায়গাটি হলো হোস্টিং ।

হোস্টিং কেনো দরকার ?

উত্তর : হোস্টিং না থাকলে আপনি আাপনার সাইটের কন্টেন রাখতে পারবেন নাহ বা আপনি আপনার সাইটটিকে কাওকে দেখাতে পারবেন নাহ ।

ডোমেইন হোস্টিং ছাড়া কি ব্লগিং করা সম্ভব ? ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?

ডোমেইন হোস্টিং ছাড়া কি ব্লগিং করা সম্ভব ?
ডোমেইন হোস্টিং ছাড়া কি ব্লগিং করা সম্ভব ? ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো

উত্তর: আপনার যদি শুরুতে আর্থিক সমস্যা থাকে তাহলে আপনি ব্লগার দিয়ে কাজ করতে পারবেন । এর জন্য আপনার ডোমেইন এবং হোস্টিং লাগবে নাহ সব গুগল আপনাকে ফ্রিতে দিবে ।

কিভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট খুলব

আপনি যখন অনলাইনে টাকা ইনকামের কথা ভাবেছেন তখন অবশ্যই আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে কিভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট খুলব ? চলুন জেনে নেই কিভাবে আপনি একটি একাউন্ট খুলতে পারবেন –

উত্তর :

  1. প্রথমে ভিজিট করুন freelancer.com
  2. Sign Up এ ক্লিক করুন
  3. এখন দেখতে পাবেন Email and Password
  4. আপনার একটি ইমেইল দিয়ে দিন তারপর একটি Password দিতে হবে এই ভাবেই আপনি একটি একাউন্ট Open করার প্রাথমিক ধাপটি অতিক্রম করতে পারবেন ।

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো 2023

বর্তমানে অনলাইনে বিভিন্ন প্লাটফর্ম আছে যেখানে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন । অথবা আপনি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন ।

আর যদি আপনি কোনো প্রফেশনাল কারো কাছ থেকে ব্লগিং শিখাতে চন তাহলে ভিজিট করুন : blogsite.info । এই খানে গিয়ে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন ।

ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিসের প্রয়োজন

  • আপনি যখন অনলাইনে টাকা ইনকাম এর কথা ভাবছেন তখন এটাও ভাবতে হবে ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিসের প্রয়োজন । এর উত্তর হলো: আপনার অবশ্যই একটি ফোন বা কম্পিউটার লাগেব । (কম্পিউটার অর্থাৎ, পিসি বা ল্যাপটপ থাকলে, আপনার কাজ করতে সুবিধা হবে।)
  • ইন্টারনেট কানেকশন লাগবে।
  • একটি ব্যাকআপন লাগবে যেনো বিদ্যুৎ চলে গেলেও আপনি কাজ করতে পারেন । (তবে, নতুন পর্যায়ে বেকআপ ব্যাটারি অপশনাল হিসেবে বিবেচনা করতে পারেন।)

ফ্রিল্যান্সিং কোথায় শিখবো

ফ্রিল্যান্সিং শিখার জন্য বিভিন্ন প্লাটফর্ম আছে যার মধ্যে অন্যতম একটি প্লাটফর্ম হচ্ছ blogsite.info । এখান থেকে আপনি আলটিমেট ব্লগিং বিষয়ে বিস্তারিত শিখে প্রতিমাসে লাখ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন (আমি নিজেও মোহাম্মদ হাফিজ ভাইয়ের কাছ থেকে কোর্স করেছি।)

ব্লগিং শিখে ইনকাম করতে চান? প্রয়োজনীয় গাইড লাইন ও সাপোর্ট পেতে Blogging Help BD ফেসবুক গ্রুপে জয়েন করুন।

Blogging Help BD ব্লগিং শিখে ইনকাম করুনৎ

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ? আশা করি এই প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন । যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কে কমেন্ট করে জানাতে পারেন । আমারা আপনার প্রশ্নের উত্তর দিবো । অথবা প্রফেশনাল ভাবে শিখার জন্য বা জানার জন্য ভিজিট করতে পারেন blogsite.info

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button