HealthRandom

কিভাবে করোনা টিকা কার্ড ডাউনলোড করবেন? How to Download Covid-19 Vaccine Card?

যারা করোনা ভ্যাকসিনের দুই ডোজই গ্রহণ করেছেন তাদের টিকা সার্টিফিকেট বা সনদপত্র দেওয়া হচ্ছে। কিভাবে করোনা টিকা কার্ড ডাউনলোড করবেন? (How to Download Vaccine Card?) উত্তরঃ অনলাইনে surokkha.gov.bd ওয়েবসাইটে মিলছে এই সার্টিফিকেট। যারা বার্তা পেয়েছেন শুধুমাত্র তারাই Tika Card টি ডাউনলোড করতে পারবেন।

করোনাভাইরাস প্রতিরোধে যারা টিকার দুই ডোজ নিয়েছেন, তাদের সনদ দেওয়া শুরু হয়েছে। দ্বিতীয় ডোজ নেওয়ার পর যারা এসএমএস পাচ্ছেন তারা এখন ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে এটি ডাউনলোড করতে পারছেন। ক্রমান্বয়ে সবাইকে এসএমএস পাঠানো হবে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. আলমগীর গণমাধ্যমকে বলেন

টিকা কার্ড ডাউনলোড সার্টিফিকেট

করোনা টিকা কার্ড ডাউনলোড করবেন How to Download Covid 19 Vaccine Card
করোনা টিকা কার্ড ডাউনলোড করবেন How to Download Covid 19 Vaccine Card

দেশে অনেক মানুষ দুটি করোনার টিকা গ্রহণ করলেও এখনো টিকার কার্ড ডাউনলোড করেননি। অনেকেরই হয়তো টিকা সনদ সম্পর্কে ধারণা নেই।

তবে গুরুত্বপূর্ণ এই সার্টিফিকেট না পেলে নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই যারা এখনো করোনা টিকার সার্টিফিকেট সংগ্রহ করেননি তারা দ্রুত সংগ্রহ করুন। কিন্তু টিকা কার্ড ডাউনলোড করবেন কিভাবে?

করোনা ভ্যাকসিন পেতে, আপনাকে অবশ্যই টিকা কার্ড ডাউনলোড করতে হবে। Tika Card ছাড়া করোনার টিকা নেওয়া যায় না। সুরক্ষার ওয়েবসাইট (https://surokkha.gov.bd/vaccine-card) থেকে টিকার কার্ড ডাউনলোড করা যাবে। কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের এই সার্টিফিকেটে থাকছে

  • টিকা গ্রহণকারীর নাম
  • সার্টিফিকেট নং
  • জাতীয় পরিচয়পত্র নং/জন্ম নিবন্ধন সার্টিফিকেট/পাসপোর্ট (বাংলাদেশি/বিদেশি)
  • লিঙ্গের বিবরণ

টিকা গ্রহণ অংশে থাকছে-

  • প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহণের তারিখ
  • উদ্ভাবক প্রতিষ্ঠানেরসহ টিকার নাম
  • টিকা প্রদানের কেন্দ্রের বিবরণ

টিকা কার্ড ডাউনলোড করবেন যেভাবে

অনলাইনে সহজেই পাওয়া যাবে করোনা টিকা সনদ। এটা কোনো জটিল বিষয় নয়। আপনি সহজেই ঘরে বসে আপনার মোবাইল থেকে টিকা সনদ সংগ্রহ করতে পারবেন। জেনে নিন কী কী করণীয়-

প্রথমে www.surokkha.gov.bd লিঙ্কে যান। একটি পেজ আসবে ‘Tika Card সংগ্রহ’ অপশনে ক্লিক করুন। সেখানে, জাতীয় পরিচয়পত্র নং/জন্ম নিবন্ধন সার্টিফিকেট/পাসপোর্ট (বাংলাদেশি/বিদেশি) অনুসারে জন্ম তারিখ এবং আপনি রোবট নন (You are not Robot) তা যাচাই করতে, নীচের বাক্সে আপনাকে অবশ্যই স্ক্রিনে প্রদর্শিত অক্ষর বা সংখ্যাগুলি লিখতে হবে। সমস্ত তথ্য প্রবেশ করার পর, ‘যাচাই করুন’ বোতামে ক্লিক করতে হবে।

“যাচাই করুন” বাটনে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে করোনা টিকা নিবন্ধন করেছেন, সেই মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে একটি OTP কোড পাঠানো হবে। ক্ষেত্রের ওই নম্বরের পাশের ওটিপি কোডটি লিখুন। তারপর ‘সাবমিট‘ (Submit) বোতামে ক্লিক করুন। OTP কোড লিখে “ভ্যাকসিন কার্ড ডাউনলোড” বাটনে ক্লিক করলে ভ্যাকসিন কার্ড সংগ্রহ করা যাবে।

**আপনি সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যে OTP পাবেন। OTP পাওয়ার ৫ মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে। OTP না পেলে বা মেয়াদ শেষ হলে আবার চেষ্টা করুন।


**টিকা গ্রহনের দিন অবশ্যই Tikka Card সাথে রাখতে হবে। টিকা কার্ডের ফটোকপি নিয়ে গেলেও চলবে। কিন্তু নিয়ে যেতে হবে।

TechOneNews.com

টিকা কার্ড ডাউনলোড পাসপোর্ট

আপনার পাসপোর্ট থাকলে নিচের বক্সটি খুব সাবধানে পূরণ করুন। পাসপোর্ট ভুল হলে, আপনি তা সংশোধন করতে পারবেন না। পাসপোর্ট না থাকলে, পাসপোর্ট নম্বর ছাড়াই ভ্যাকসিনেশন সার্টিফিকেট ডাউনলোড করতে চাইলে আপনাকে জানানো হবে। আপনি ‘হ্যাঁ আমি চাই’ বোতামে ক্লিক করবেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২০ এপ্রিল) পর্যন্ত দুটি ডোজসহ মোট ৭৪ লাখ ২৩ হাজার ২৭৪টি ডোজ দেওয়া হয়েছে, যার মধ্যে মোট ১৬ লাখ ৭৮ হাজার ১৮৯ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পেয়েছেন।

টিকা কার্ড ডাউনলোড সংক্রান্ত ইতিকথা

আশা করি, কিভাবে করোনা টিকা কার্ড ডাউনলোড করবেন? (How to Download Covid-19 Vaccine Card?) সে বিষয়ে আপনি সঠিকভাবে বুঝতে পেরেছেন। তবে, আমাদের দেশের সরকারি সার্ভার অতীতের তুলনায এখন আরও আপগ্রেড হওয়া সত্বেও, মাঝে মধ্যে সার্ভার ডাউন থাকতে দেখেছি। তাই যখন সার্ভার অনেক সময় ধরে লোডিং নিতে থাকবে, তখন কাজ না হলে, পরবর্তীতে পুনরায় চেষ্টা করবেন। আপনি চাইলে, VPN (ভিপিএন) ব্যবহার করেও লগিন করার ট্রাই করতে পারেন। কিছু না বুঝলে, কমেন্ট করুন। ধন্যবাদ।।

Minara Jahan

​Minara is an animal lover, blogger, writer, and creative entrepreneur and founding editor of the geography education blog MidGeo. She completed her Master's in Geography and Environment. She really loves this subject very much. Her passion for geography education with the sole objective of finding and sharing fun and interesting geographical facts. She loves writing on topics related to geography. When she is not writing, she loves watching adventure movies.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button